শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্বাস নাকভিসহ ভারতের দুই মন্ত্রীর পদত্যাগ: মুসলিমশূন্য বিজেপি

মুখতার আব্বাস নকভী

আখিরুজ্জামান সোহান: বুধবার (৬ জুলাই) দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভী পদত্যাগ করেছেন। আর এরই মধ্য দিয়ে ভারতের ইতিহাসে লেখা হলো নতুন অধ্যায়, প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের কোনো মুসলিম এমপি রইলো না। 

এছাড়াও ইস্পাতমন্ত্রী আরপি সিংও পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনডিটিভি 

পদত্যাগের আগে থেকেই অবশ্য আলোচনায় ছিলেন ৬৪ বছর বয়সী আব্বাস নাকভি। তাকে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করতে পারে বলে গুঞ্জন আছে।

আজ বৃহস্পতিবার রাজ্যসভায় তাদের মেয়াদ শেষ হচ্ছে। বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন পদত্যাগপত্র জমা দেওয়া দুই মন্ত্রী। তখন তাদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এতে করে ওই গুঞ্জন ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।

নাকভিকে ঘিরে গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।  

উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হবে। ১৯ জুলাই এ পদে মনোনয়নের শেষ তারিখ। আর আগামী ৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়