সালেহ্ বিপ্লব: নতুন ও বিশেষ মর্যাদা পেলেন ভারতের আসাম রাজ্যের ৪০ লাখ মুসলিম। তারা আগে থেকেই আদিবাসী মুসলিম হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি ছিলো না। রাজ্যের মন্ত্রিসভা মঙ্গলবার বিষয়টি অনুমোদনের পর বাঙালি বংশোদ্ভূত আসামী মুসলমানদের সঙ্গে তাদের পার্থক্যটা স্পষ্ট হলো। টাইমস অব ইন্ডিয়া
স্ক্রল জানাচ্ছে, এই ৪০ লাখের মধ্যে রয়েছে গড়িয়া, মরিয়া, দেশী, জুলাহ ও সৈয়দ সম্প্রদায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আদিবাসীদের স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতি দেওয়া খুব জরুরি ছিলো।
গড়িয়া উন্নয়ন পরিষদের চেয়ারপারসন হাফিজুল আসাদ বলেন, ২০০৬ সাল থেকে আমরা স্বতন্ত্র পরিচয়ের দাবি জানিয়ে আসছি। কিন্তু অব্যাহতভাবে আমরা বাঙালি-আসামীদের কাছে কোনঠাসা হয়ে পড়ছিলাম। হিন্দুস্তান টাইমস
দ্য হিন্দু জানায়, মুসলমানদের গড়িয়া সম্প্রদায় গড়ে উঠেছে আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠীর সমন্বয়ে। এই সম্প্রদায়ের একজন সদস্য, এডভোকেট নকিবুর রহমান বলেন, ৪০ লাখ অসমী ভাষার মুসলিমের এই স্বীকৃতি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
আপনার মতামত লিখুন :