শিরোনাম
◈ অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চান রাজনীতিবিদরা ◈ ফরিদপুরের প্রতিমা ভাঙচুর করা ব্যক্তি ভারতীয় নন, গোপালগঞ্জের নাগরিক ◈ খাগড়াছড়ি থেকে পুলিশ পরিদর্শক মাজহার গ্রেফতার ◈ আস-সুন্নাহ ফাউন্ডেশনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি ◈ আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব: অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউ‌ন্ডেশনে ১০০ কোটি টাকা দিলো সরকার ◈ শাহজালালে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে অসদাচরণ, বরখাস্ত ৩ কর্মকর্তা  ◈ অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়: তারেক রহমান (ভিডিও) ◈ যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহে যুবদল নেতা নিহত 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৪, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌আসুন আমেরিকার জন্যে মহান অধ্যায় সৃষ্টি করিঃ হ্যারিস

রাশিদ রিয়াজঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করে কমলা হ্যারিস বলেন যে দেশটি তার প্রতিপক্ষের মতো বিভক্ত নয়। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের বক্তৃতায় ঐক্যের পক্ষে কথা বলে তিনি বলেন যে আমেরিকানদের "আমাদের আলাদা করার চেয়ে অনেক বেশি মিল রয়েছে" এবং "আমাদের সকলের সফল হওয়ার জন্য আমাদের কাউকেই ব্যর্থ হতে হবে না।" সিএনএন

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন। দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেওয়া ভাষণে কমলা বলেন, তিনি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হবেন।

তিনি বলেন যে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং সাথী জেডি ভ্যান্স "আমেরিকাকে হেয় করছেন" এবং প্রচারণার পথে "সবকিছু কতটা ভয়ঙ্কর তা নিয়ে কথা বলছেন। কমলা বলেন, “আচ্ছা, আমার মায়ের আরেকটি পাঠ ছিল যা তিনি শেখাতেন। কাউকে কখনই বলতে দেবেন না আপনি কে, আপনি তাদের দেখান আপনি কে, "আমেরিকা, আসুন আমরা একে অপরকে এবং বিশ্বকে দেখাই যে আমরা কে এবং আমরা কিসের জন্য দাঁড়িয়েছি: স্বাধীনতা, সুযোগ, সমবেদনা, মর্যাদা, ন্যায্যতা এবং অন্তহীন সম্ভাবনা।"

আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা।

কমলা বলেন, তাঁর এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। কমলা বলেন, দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। কমলা বলেন, ‘আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়