রাশিদুল ইসলাম : [২] বেইজিং বেশিরভাগ শহরের প্রায় ২০ মিলিয়ন বাসিন্দাদের জন্য গণ কোভিড পরীক্ষা শুরু করেছে, যাতে সাংহাই-স্টাইলের লকডাউন দিতে না হয়। সিএনএন
[৩] সোমবার সকালে ব্যবসা কেন্দ্র এবং বিদেশী দূতাবাস রয়েছে এমন এলাকা চাওয়াং-এর সমস্ত বাসিন্দাদের কোভিড পরীক্ষা শুরু হয়। টানা পাঁচ দিন ধরে ধারাবাহিক তিন রাউন্ড এধরনের পরীক্ষা অব্যাহত থাকবে। দিনভর অস্থায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে এবং অফিসের কর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কোভিড পরীক্ষায় অংশ নেন।
[৪] প্রথম দিন রাত ৮টা পর্যন্ত, প্রায় ৩.৭ মিলিয়ন বা ৩৭ লাখ পরীক্ষা সম্পন্ন হয়। এদের মধ্যে অর্ধ মিলিয়নেরও বেশি নেতিবাচক ফলাফল ফিরে এসেছে বলে গভীর রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়।
[৫] সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার গণপরীক্ষাটি রাজধানীর পাঁচটি বহির্ভূত জেলা বাদে সকল স্থানে প্রসারিত করা হবে, যা বেইজিংয়ের সাড়ে ২১ মিলিয়ন বাসিন্দার প্রায় ১৯.৫ মিলিয়নকে কভার করবে।
[৬] গত সোমবার গণপরীক্ষায় ২৯ জন ওমিক্রনে আক্রান্ত বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :