শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি তিতুমীর শিক্ষার্থীদের ◈ একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না: আসিফ নজরুল ◈ পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার ◈ সরকারের প্রায় ৮ মাস হয়ে গেল সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই: ড.খন্দকার মোশাররফ  ◈ আমরা শুধু আমাদের জন্য বাংলাদেশ গড়তে চাই না, আমরা এটি করতে চাই বিশ্বের জন্য: ড. ইউনূস ◈ দারিদ্র্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিংয়ের গুরুত্ব অনেক : ধর্ম উপদেষ্টা ◈ লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজ বন্ধ করতে শ্রমিকদের পিটিয়েছে যুবদল নেতা ◈ কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজস্র মৃত ঝিনুক, সৌন্দর্য ছড়ালেও উদ্বেগে পরিবেশবিদরা ◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন ইউনূস বললেন মাক্রোঁ

রাশিদ রিয়াজঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এতে ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

ড. ইউনূসকে উদ্দেশ করে ওই চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট লিখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে (ড. ইউনূসকে) আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ এখন ক্রান্তিকালে রয়েছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্ত পরিবেশ নিশ্চিত করা। যেমন, আপনি ইতোমধ্যেই এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।

ড. ইউনূসকে আশ্বস্ত করে মাক্রোঁ বলেন, আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশেষভাবে আশা করি- দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলোতে চলতে পারে। ফ্রান্স আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়