শিরোনাম
◈  কয়েক দফায় মূল্য বৃদ্ধি: ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে চাল ◈ ব্যাংক খাত ঝুঁকির মুখে: খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে ◈ জামানত ছাড়াই  ক্ষুদ্র উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ◈ সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম করায় তাজকীরকে হত্যা করে নদীতে ফেলে দেন অভি ◈ খাদ্য সহায়তা হ্রাস, ভূ-রাজনৈতিক অবস্থান পরিবর্তন কি রোহিঙ্গাদের অন্ধকার ভবিষ্যতে নিয়ে যাবে! ◈ বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল ◈ বাণিজ্য উপদেষ্টার প্রশংসা করে যা বললেন হাসনাত ◈ গাজীপুরে শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ, পুলিশের ৬ সদস্য আহত ◈ বিশ্বকাপ বাছাই, ব্রজিলের বিরুদ্ধে মেসিকে ছাড়াই  দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে কাজ করবে

রাশিদ রিয়াজঃ নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এ সরকারের উপদেষ্টাদের পরিধিও বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে জাতিসংঘ তাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাব দেন উপমুখপাত্র ফারহান হক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান যে ড. ইউনূসকে নিজেদের অংশীদার মনে করে জাতিসংঘ। সেই পরিপ্রেক্ষিতে এই সরকারকে কীভাবে দেখছেন?

জবাবে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা খোলা। জাতিসংঘ বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে কাজ করবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নে তাকে জানতে চাওয়া হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণে বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে নিপীড়ন এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি তদন্ত দল ঢাকা যাচ্ছে। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির কাজ কী তা আমাদের দেখতে হবে। আপাতত তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই বলে জানান তিনি।

এরপর তিনি আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার প্রধান এবং ড. মুহাম্মদ ইউনূস পরিস্থিতি উত্তরণের জন্য বিস্তৃত সহায়তা নিয়ে আলোচনা করেছেন। সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আগামী সপ্তাহ থেকে জাতিসংঘের একটি দল ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে সফল উত্তরণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে মানবাধিকার প্রধান প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়