শিরোনাম
◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে সংঘর্ষ তীব্রতর, ১০ গ্রামের ৫ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত

ইমরুল শাহেদ: দেশটির বিভিন্ন রাজ্য ও অঞ্চলে জান্তা বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শান রাজ্যের পেখন টাউনশিপে এক সংঘর্ষে জান্তা বাহিনীর ৪০ সদস্য এবং পিপলস ডিফেন্স ফোর্সের ১১ সদস্য নিহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা সেনা আউটপোস্টে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

অপর এক প্রতিবেদনে ইরাবতি জানিয়েছে, মে ও জুন মাসে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষে চিন রাজ্যে ৬৬ জন জান্তা সেনা নিহত হয়েছে। চিন রাজ্যের ফালাম ও সাগায়িং অঞ্চলের কালে টাউনশিপে জান্তা সেনা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১১ বার। এ সময়ে প্রতিরোধ যোদ্ধাদের তিনজন নিহত হয়েছে। তার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন, দুইজন মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জান্তা সেনাদের বিমান হামলায় শুধু সাগায়িং অঞ্চলের তাবাইন টাউনশিপের  ১০টি গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। সোমার বিকেলে তিনটি হেলিকপ্টারে করে ৫০ জন জান্তা সেনা গ্রামগুলোতে আসে এবং বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে। 

বাস্তুচ্যুত বাসিন্দাদের সহায়তাকারী একজন স্বেচ্ছাসেবক মঙ্গলবার বলেছেন, ‘পুরো রাত্রি বৃষ্টি থাকায় বাসিন্দাদেরর জন্য যাতায়াতটা সুবিধাজনক ছিল না। অস্থায়ী ক্যাম্পগুলো লোকে লোকারণ্য হয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত লোকজন বাড়িঘর ছাড়তে থাকে। নিজেদের গাড়ি, মোটরবাইক এবং মোটরচালিত গাড়ির বহর তৈরি হয়ে যায় রাস্তাজুড়ে। রাস্তায় যে সমস্যা তৈরি হয়েছে, তা বলার মতো নয়।’

মঙ্গলবার কাইয়ুনতোলে এবং ইনপিন নামে একটি গ্রামের আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। একজন বাসিন্দা বলেছেন, জান্তা বাহিনী কয়টি গ্রামে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। তবে কেউ বাড়ি ফিরতে পারছেন না।     

  • সর্বশেষ
  • জনপ্রিয়