শিরোনাম
◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত ◈ ট্রুডোর পদত্যাগ, শপথ নিলেন মার্ক কার্নি ◈ সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ একই বছরে আসবে দুইবার রমজান, তিনবার ঈদ! ◈ ওসি বদলির খবরে থানায় পাওনাদারের ভিড়! ◈ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত ◈ রাজধানীর তুরাগ থেকে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য সানাউল্লাহ গ্রেফতার 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪, ০৮:৩১ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ভারতের আশ্রয়, অসন্তোষ গয়েশ্বর

রাশিদ রিয়াজ: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে। ভারত সরকারকে এই চেতনা বুঝতে হবে এবং সে অনুযায়ী আচরণ করতে হবে।’

গয়েশ্বর বলেন, ‘আপনারা (ভারত) যদি আমাদের শত্রুদের সহায়তা করেন, পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতি সম্মান দেখানো কঠিন হয়ে পড়বে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী (হাসিনা সরকারে) সর্বশেষ নির্বাচনের আগে বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরতে সহায়তা করবে ভারত। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে কোনো সমস্যা নেই। তবে ভারতের কি পুরো দেশের (বাংলাদেশ) বদলে শুধু একটি দলকে এগিয়ে নিতে কাজ করা উচিত?’

 টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ওই আলাপচারিতা প্রকাশ করা হয়েছে।

বিএনপি হিন্দুবিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে। তবে দলটি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়। বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলাপচারিতার এক পর্যায়ে গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ ও বিএনপি সংখ্যালঘুবিরোধী বলে যে ধারণা রয়েছে, সে সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, বিএনপি হিন্দুবিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে। তবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়।

বিএনপির এই নেতা বলেন, ‘এই দল ক্ষমতায় থাকাকালে আমি মন্ত্রী ছিলাম। আর বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যথেষ্ট উচ্চপর্যায়ে রয়েছি। বিএনপি একটি জাতীয়তাবাদী দল। তবে সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে আমরা বিশ্বাস করি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়