শিরোনাম
◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে ◈ অস্ট্রেলিয়ার তা-বে উড়ে গেলো ইংল্যান্ড  ◈ নারী দলের লঙ্কান কোচকে ২০ বছরের নিষেধাজ্ঞা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার (ভিডিও) ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার এখন ১,০৭৯ টাকা

রাশিদ রিয়াজ : গত দুমাসে তিন বার বাড়ল গ্যাসের দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠিয়ে আরও বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল। ফলে ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১ হাজার ৭৯ টাকা। এর আগে গত ৭ মে গ্যাসের দাম বেড়ে হাজার টাকা পার করে। তার পর থেকে আরও দুবার দাম বেড়ে প্রায় ১০৮০ টাকা হয়ে গেল গ্যাসের দাম। ইন্ডিয়ান এক্সপ্রেস

গ্যাসের দাম বাড়ার ফলে হেঁশেলে আগুন। এমনতিই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সবজি-চাল, ডালের দাম বেড়েছে। এবার রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে মূল্যবৃদ্ধির বড় খাঁড়া নেমে এল আম আদমির ঘাড়ে। গত দুমাসে তিন বার বাড়ল গ্যাসের দাম। এদিন ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে পাঁচ কেজির সিলিন্ডারেরও। পাঁচ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছে।

এদিকে, রথযাত্রার দিন ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর পথে হেঁটেছে তেল সংস্থাগুলি। কলকাতায় এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৩২২ টাকা। তবে এবার সিলিন্ডার প্রতি ১৯৮ টাকা দাম কমায় এর নতুন দাম হল ২ হাজার ২১ টাকা। স্বভাবতই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার জেরে স্বস্তিতে একাংশের ক্রেতারা।

কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ঘরোয়া রান্নার গ্যাসের বাড়ল। এখনই গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর পথে হাঁটার কোনও পরিকল্পনা নেই তেল সংস্থাগুলির। বরং আরও দাম বাড়ার আভাস রয়েছে। আপাতত রান্নার গ্যাস কিনতে পকেট থেকে ১ হাজার ৭৯ টাকা খসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়