শিরোনাম
◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও) ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ ‘আ. লীগ-বিএনপির কোনো পার্থক্য নেই, ওরা ক্ষমতার পাগল : ফয়জুল করীম (ভিডিও) ◈ বিশ্বে মশার কামড়ে ঘায়েল ৪ বিলিয়ন মানুষ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০২:২২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূপুরের ‘শিরচ্ছেদ’ নিদান, তুঙ্গে শোরগোল, গ্রেপ্তার আজমেরি শরিফের খাদেম চিস্তি

রাশিদুল ইসলাম : গত সপ্তাহে, ভারতের সুপ্রিম কোর্ট মহানবী (সা:) সম্পর্কে তার মন্তব্যের জন্য বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তিরস্কার করে। বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ আজমেরি দরগার ধর্মগুরু খাদেম সলমন চিস্তিকে গ্রেফতার করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্প্রতি চিস্তির একটি ভিডিও ভাইরাল হয়। যার প্রেক্ষিতে সোমবার রাতে দরগার ‘খাদেম’-এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। ওই ভিডিওতে সলমন চিস্তি নূপুর শর্মার শিরচ্ছেদের নিদান দিয়েছেন। বলেছেন, বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মাথা কেটে যে আনবে তাকেই তিনি তার বাড়ি দিয়ে দেবেন। চিস্তিকে বলতে শোনা যায় যে, নবী মহম্মদকে (সা:) অবমাননার জন্য নূপুর শর্মীকে তিনি গুলি করে মারবেন।

পুলিশ জানিয়েছে, চিস্তি মদ্যপ অবস্থায় ওই ভিডিওটি করেছিলেন। আজমেরি সহকারী পুলিশ সুপার বিকাশ সাংওয়ান জানান, খাদেম মহল্লা চিস্তির বাড়ি থেকেই মঙ্গলবার রাতে তাকে গ্রেফচার করা হয়েছে। চিস্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সলমন চিস্তির ভিডিওটির নিন্দা করেছেন আজমেরি দরগার দেওয়ান জয়নুল আবেদিন আলি খান। তার অফিসের তরফে বলা হয়েছে, মাজারটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হিসাবে দেখা হয়। ভিডিওতে ‘খাদিম’ যে মতামত প্রকাশ করেছেন তা দরগার বার্তা হিসাবে বিবেচিত হতে পারে না।
এর আগে, ১৭ জুন আজমের দরগার প্রধান ফটকে আরেকটি উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল।

মহানবীর (সা:) বিরুদ্ধে শর্মা মন্তব্যের প্রেক্ষিতে উদয়পুরের হিন্দু সম্প্রদায়ের এক দর্জি কানহাইয়া লালকে হত্যাকরেছিল দুষ্কৃতীরা। হামলাকারীরা অন্য একটি ভিডিওতে নিজেদের পরিচয় দেয় মহম্মদ রিয়াজ এবং ঘৌস মোহাম্মদ। কানহাইয়া লালের “শিরচ্ছেদ” নিয়ে গর্ব করে ওই দুষ্কৃতীরা। পরে তাদের গ্রেফতার করা হয়।

গত সপ্তাহে, সুপ্রিম কোর্ট মহানবী (সা:) সম্পর্কে তার মন্তব্যের জন্য নূপুর শর্মাকে তিরস্কার করে। দিল্লি সহ তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে হওয়া এফআইআরগুলিকে একযোগে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন শর্মা। সেই আবেদন গ্রহণে অস্বীকার করেছিল শীর্ষ আদালত। আদালত নির্দেশে জানায়, মহানবীকে (সা:) নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে “ ভারতে যা ঘটছে তার জন্য এককভাবে দায়ী নূপুর শর্মা। দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কোনও শর্ত সাপেক্ষে নয়, টিভি-তে তার ক্ষমা চাওয়া দরকার।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়