শিরোনাম
◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা ◈ মোবাইল ইন্টারনেট প্যাকেজ ব্যবহারে বিটিআরসির নতুন নির্দেশনা ◈ ‘ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তিতে আর কোন বাঁধা থাকছে না’ ◈ বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে, কিছু হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:৩৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 

স্টিফেন সেজোর্ন ও অন্টনি ব্লিঙ্কেন

সাজ্জাদুল ইসলাম: [২] ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে মধ্যপ্রাচ্যের সকল পক্ষের প্রতি এই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। গত শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই সময় তারা এই আহ্বান জানান। সূত্র : অ্যারাব নিউজ

[৩] ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, দুই মন্ত্রী অব্যাহতভাবে এই সংযম প্রদর্শনের আহ্বান জানাতে সম্মত হয়েছেন। তারা মনে করছেন, যেকোন আঞ্চলিক সংঘাত মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

[৪] মুখপাত্র আরো বলেন, দুই মন্ত্রী গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি অর্জনে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে ইসরায়েল হত্যা করার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

[৫] এসব হত্যাকান্ডের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। তাদের সম্ভাব্য হামলার হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার সংকল্প আবারও ঘোষণা করেছে। আর ইসরায়েলকে সহায়তা করতে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ অস্ত্রশস্ত্র ও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে।

[৬] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যেকোন পরিস্থিতির জন্য ‘উচ্চ পর্যায়ের প্রস্ততি গ্রহণ করেছে এবং চূড়ান্ত প্রতিরক্ষা ও হামলা চালানো উভয়ের জন্য পুরো প্রস্ততি রয়েছে তাদের। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়