শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

কঙ্গনা ও রাহুল গান্ধী

ইমরুল শাহেদ: [২] ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে এই মন্তব্য হৈ চৈ ফেলে দিয়েছেন বিজেপি পার্লামেন্ট সদস্য কঙ্গনা রনৌত। তার রাহুল গান্ধী ড্রাগস নেন কিনা তা নিয়ে তদন্ত করা উচিত। সূত্র: দি ওয়াল

[৩] ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজনীতিতে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছেন বলিউডের এই বিতর্কিত নায়িকা। বরাবরই বিতর্কিত মন্তব্য করে বিখ্যাত হওয়ার চেষ্টা করা রনৌত এবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলকে নিয়ে লোকসভায় কটু মন্তব্য করায় বিতর্ক আরও দানা বেঁধেছে।

[৪] মঙ্গলবার লোকসভা অধিবেশনে কঙ্গনা রনৌত বলেন, আমার মনে হয় রাহুল গান্ধী ড্রাগস নেন। তাঁর শারীরিক পরীক্ষা হওয়া উচিত। প্রসঙ্গত, আগের দিন রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চ অর্থাৎ মোদি নেতৃত্বাধীন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শিব ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। তার প্রেক্ষিতেই কঙ্গনা ড্রাগস নেওয়ার অভিযোগ তোলেন সভায়।

[৫] কংগ্রেস নেতার বক্তব্য খণ্ডন করতে গিয়ে কঙ্গনা বলেন, দেশে গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পুরুষ না মহিলা, জাতি বা ধর্ম দেখে প্রধানমন্ত্রী করা হয় না কাউকে। অন্যদিকে, রাহুল প্রতিদিন এসব কথা তুলে সংবিধানের অপমান করে চলেছেন।

[৬] কঙ্গনার অভিযোগ, রাহুল প্রতিদিন গণতন্ত্রের মজা ওড়াচ্ছেন। অপমান করছেন। হয়তো দেখা যাবে কাল উনি (রাহুল) বলছেন গায়ের রং দেখে প্রধানমন্ত্রী ঠিক করা হয়। উনি কি গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না, প্রশ্ন তুলেছেন কঙ্গনা।

[৭] মনে করিয়ে দেওয়া যায়, গত ১ জুলাই কঙ্গনা রনৌত লোকসভায় রাহুল প্রসঙ্গে বলেছিলেন, কংগ্রেস নেতার এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন। প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনার সময় কঙ্গনা এর আগেও কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের অভিযোগ তুলেছিলেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়