শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ নেতাকে হত্যার দাবি, হিজবুল্লাহর অস্বীকার

বৈরুতে হিজবুল্লাহ’র শুরা ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৩, আহত ৬৩

সাজ্জাদুল ইসলাম : [২] স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত হারেত রেইত এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তিনজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। নিহতদের একজন নারী ও অপর দুইজন শিশু। আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা সংকটাপন্ন। সূত্র : আল-জাজিরা

[৩] আনাদোলু জানায়, একটি ড্রোন থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর শুরা কাউন্সিল ভবনে আঘাত হানে। এতে ভবনটির দুইটি ফ্লোর ধ্বংস হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শোকরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর নিহত হয়েছেন। একই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও।

[৪] তবে হিজবুল্লাহ সূত্র বলেছে, ফুয়াদ শোকর বেঁচে আছেন। হামলা থেকে ফুয়াদ শোকর বেঁচে থাকার সপক্ষে অবশ্য কোনো তথ্য-প্রমাণ দেয়নি হিজবুল্লাহর সংশ্লিষ্ট সূত্রগুলো। রয়টার্স জানায়, ওই অঞ্চলের আরেকটি দেশের একটি শীর্ষ গোয়েন্দা সূত্রও ফুয়াদ শোকরের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে। হামলায় আহত হওয়ার পরে তিনি মারা যান।

[৫] মুহসিন শোকর ফুয়াদ শোকর নামেও পরিচিত। হিজবুল্লাহর এই কমান্ডার সশস্ত্র গোষ্ঠীটির অপারেশন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত সপ্তাহে গোলান মালভূমিতে দ্রুজ গ্রাম মাজদাল শামসএর রকেট নিক্ষেপের জন্য ইসরায়েল তাকে দায়ী বলে দাবি করছে। ওই হামলায় ১২ জন নিহত হয়েছেন।

[৬]  ইসরায়েল যাতে লেবাননে সীমিত আকারে হামলা চালায়, আর তার জবাবে হিজবুল্লাহও যাতে হামলা সীমিত রাখে, সে জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইসরায়েলের ‘চ্যানেল টুয়েলভ টিভি’ নাম প্রকাশ না করে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না তেল আবিব। 

[৭] বৈরুতে হামলাকে ‘ইসরায়েলের সুস্পষ্ট আগ্রাসন’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এ হামলাকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন তিনি।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়