শিরোনাম
◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা 

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারিসের জয় আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে: ট্রাম্প

ট্রাম্প

রাশিদুল ইসলাম: [২] মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অযোগ্য’ এবং মধ্যপ্রাচ্যে সংকট আরও বাড়িয়ে দেবেন, এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হলে মধ্যপ্রাচ্যে ‘বড় যুদ্ধ’ এবং ‘হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হবে। একই সঙ্গে ট্রাম্প বারবার হ্যারিস এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। আরটি

[৩] যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রধামনন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের সময় ট্রাম্প তার সঙ্গে বৈঠকের আগে কথা বলার সময় প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন তবে ইসরায়েল ও হামাস যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। 

[৪] নেতানিয়াহুকে লক্ষ্য করে ট্রাম্প এসময় বলেন, যদি গাজার সঙ্গে যুদ্ধ শেষ না হয় তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ বেধে যাবে এবং তা তৃতীয় বিশ^যুদ্ধের দিকে গড়াবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সময়ের চেয়ে আপনি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি। আমরা কখনই যুদ্ধের এত ঘনিষ্ঠ ছিলাম না কারণ আমাদের অযোগ্য লোকেরা দেশ পরিচালনা করছে।

[৫] ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেন এবং হ্যারিসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন। ট্রাম্প দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে সংঘাত কখনই শুরু হত না। মস্কো এবং কিয়েভকে ২৪ ঘন্টার মধ্যে আলোচনার টেবিলে আনবেন যদি আগামী নভেম্বরে তিনি ফের নির্বাচিত হন।

[৬] হোয়াইট হাউসে থাকাকালীন ট্রাম্প নেতানিয়াহুর কট্টর মিত্র ছিলেন, নেতানিয়াহুর অনুরোধে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, ইসরায়েলে মার্কিন দূতাবাস পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করেছিলেন এবং আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করেছিলেন, যা ইসরায়েল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করতে সাহায্য করেছে। 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়