শিরোনাম
◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৯:৫১ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ যুগের হিটলারকে’ মার্কিন কংগ্রেসের করতালির নিন্দা জানালেন এরদোগান

সাজ্জাদুল ইসলাম: [২] ‘ওরা গোটা বিশ্বকে গণতন্ত্র আর মানবাধিকারের ছবক দিয়ে বেড়ায়। অথচ এ যুগের কুখ্যাত হিটলারকে বিপুল সম্মান জানাতে ওদের বিবেকে মোটেই বাধলো না।’ একথাগুলো বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

[৩]  তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী শক্তিবর্গ নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আজ তা অচল হয়ে পড়তে শুরু করেছে। তিনি বলেন, ‘মার্কিন কংগ্রেস নেতানিয়াহুর যে ভাষণ শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছে আদতে তা ছিল প্রলাপ উক্তিতে পরিপূর্ণ।’ 

[৪] গত শুক্রবার ইস্তাম্বুলে উচ্চপ্রযুক্তি উন্নয়ন বিষয়ক এক বৈঠকে দেয়া বক্তৃতায় এরদোগান বলেন, ‘সমগ্র বিশ দেখতে পেয়েছে যে কিভাবে আমেরিকান কংগ্রেস একজন গণহত্যাকারী খুনীকে করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছে। 

[৫] ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আজ সেখানে ২৯৪ দিন ধরে হামলা চলছে। যারা প্রায় ৪০ হাজার নারী, শিশু ও বয়স্ক মানুষকে হত্যা করেছে আমি তার কথা ভাবছি, মার্কিন প্রতিনিধি পরিষদ তাকেই সাধুবাদ জানাচ্ছে।’

[৬] এরদোগান গাজায় গণহত্যায় পশ্চিমা সমর্থনের কঠোর নিন্দা করেন। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ১৭৫ জন নিহত এবং  আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। হতাহতদের শতকরা ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু।

[৭] বিশ্ব ব্যবস্থা আরও সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজার দেড় লাখ মানুষের রক্তে রঞ্জিত একজন নৃশংস কশাইয়ের প্রলাপ উক্তিকে সাধুবাদ জানানোর কোন যুক্তি আমরা দেখতে পাচ্ছি না। সম্পাদনা: শামীম হাসান

এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়