শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহবিচ্ছেদের মামলা করায় পাকিস্তানে কন্যার পা কেটে নিলেন বাবা

ইকবাল খান: [২] ঘটনাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের। তরুণীর নাম সোবিয়া বাতুল শাহ। করাচিতে বিয়ে হয়েছিল তার। অভিযোগ, তাঁর স্বামী তার উপর অত্যাচার করতেন। এমনকি, স্বামীর বিরুদ্ধে নিয়মিত মারধরের অভিযোগও করেছেন তরুণী। 

[৩] আনন্দবাজার জানায়, স্বামীর অত্যাচারের কথা নিজের বাপের বাড়িতে আগেই জানিয়েছিলেন তরুণী। কিন্তু তাতে লাভ হয়নি।

[৫] পুলিশকে তরুণী জানিয়েছেন, তিনি যত বারই স্বামীর অত্যাচারের কথা তাঁর বাবা বা কাকাদের জানিয়েছেন, তত বারই তারা মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

[৬] এর পর নিজেই সংসার ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তরুণী। থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন এবং বিবাহবিচ্ছেদের মামলা করেন। এই খবর পেয়ে তরুণীর বাপের বাড়িতে অশান্তি শুরু হয়।

[৭] অভিযোগ, বাবা এবং চার জন কাকা মিলে তরুণীর উপর অত্যাচার শুরু করেন। কন্যাকে শিক্ষা দিতেই এর পর ধারালো কুঠার নিয়ে আসেন তরুণীর বাবা। তাঁর কাকারাও ওই কুঠার দিয়ে তরুণীর পায়ে একের পর এক কোপ মারেন বলে অভিযোগ। 

[৮] গুরুতর আহত অবস্থায় তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পা স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। 

[৯] পুলিশের কাছে বাবা মুস্তাফা শাহ এবং কাকা কুরবান শাহ, এহশান শাহ, মুস্তাক শাহ এবং শাহ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী।

আইকে/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়