শিরোনাম

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৪, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে আইন আল-আসাদ মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সাজ্জাদুল ইসলাম: [২] ওয়াশিংটনে সামরিক পর্যায়ের এক বৈঠকে ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ করে দিতে ও সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছেন। ওই বৈঠকের দুই দিন পরই ঘাঁটিটিতে রকেট হামলার এই ঘটনা ঘটল। সূত্র: অ্যারাব নিউজ

[৪] এক দশক ধরে এই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বে পশ্চিমা সেনারা অবস্থান করছে। তথাকথিত ইসলামি স্টেট(আইএস) জঙ্গীদের দমনের নামে ইরাকে ঘাঁটি গাড়ে পশ্চিমা বাহিনী।

[৪] গত বৃস্পতিবার ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে চারটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি।

[৫] এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘাঁটির মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র কোন মন্তব্য করতে রাজী হননি। ঘাঁটিতে আড়াই হাজার পশ্চিমা সেনা মোতায়েন রয়েছে।

[৬] প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী ইরাক দখল করে নেয় ২০০৩ সালে। এরপর ২০১১ সালে দখলদার মার্কিন বাহিনী ইরাক ত্যাগ করে। কিন্তু দায়েশ বা আইএস দমনের নামে আবার মার্কিন সেনারা ২০১৪ সালে ইরাকে প্রবেশ করে।

[৭] গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা মার্কিন সংশ্লিষ্ঠতার কারণে ইরাকের প্রতিরোধ যোদ্ধাগুলো ৭ অক্টোবরের পর থেকে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অনেকবার আক্রমণ চালিয়েছে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়