শিরোনাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৪, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেসে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে নেতানিয়াহুর ভাষণ ছিল সবচেয়ে খারাপ: পেলোসি

ন্যান্সি পেলোসি

সাজ্জাদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সিনেটর ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ নিয়ে এই মন্তব্য করেছেন। সূত্র : আল-জাজিরা

[৩] তিনি এক্সএ দেওয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েলকে ভালবাসে যুক্তরাষ্ট্রের এমন অনেকে আজ ইসরায়েলি নাগরিকদের কথা শুনেছেন যারা গত ৭ অক্টোবর হামাসের অভিযানে ও জিম্মি আটকের ঘটনায় দুর্ভোগের মধ্যে রয়েছেন।  

[৪] পেলোসি বলেন, এসব লোক যুদ্ধবিরতির চুক্তি করার দাবি জানাচ্ছেন এবং এর মধ্যদিয়ে তারা তাদের স্বজনদের ম্ক্তু করে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছেন, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ লক্ষ্য অর্জনে কাজ করুন।

[৫] এরআগে মার্কিন সিনেটর বার্নি সান্ডার্স কংগ্রেসে ভাষণ দানের পর নেতানিয়াহুকে একজন মিথ্যুক বলে অভিহিত করেন। ওই ভাষণে নেতানিয়াহু গাজার ‘ভবিষ্যত সমৃদ্ধি, নিরাপত্তা ও শান্তির’ ব্যাপারে কথা বলেন। 

[৬] গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় অন্তত ৩৯ হাজার ১৪৫ জন নিহত এবং ৯০ হাজার ৩৫৭ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়