শিরোনাম
◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য ◈ মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ◈ পুরস্কার বিতরণে জায়গা হয়নি আয়োজক পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব ◈ স্টারলিংক বাংলাদেশে অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দেবে: বিশেষজ্ঞদের মত ◈ বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ◈ নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে  ◈ পাকিস্তানে গিয়ে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারা আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি ◈ অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কী? ◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করছেন দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন সিনেটর বব মেন্ডেজ

সাজ্জাদুল ইসলাম: [২] ঘুষ গ্রহণ ও মিসর সরকারের চর হিসেবে কাজ করার জন্য নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর বব মেন্ডেজ দোষী সাব্যস্ত হয়েছেন। তার কয়েক দশকের জেল হতে পারে। আদালতের রায়ের মেন্ডেজ বলেন, তিনি আগামী মাসে পদত্যাগ করবেন। সূত্র: বিবিসি 

[৩] নিজ দল ডেমোক্রাটের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি মঙ্গলবার পদত্যাগের কথা ঘোষণা করেন। অন্যথায় তাকে দল থেকে বহিস্কার করা হবে। তাহলে তা হবে ১৮৬২ সালের পর কোন রাজনীতিককে দল থেকে বহিস্কারের প্রথম ঘটনা।

[৪] মেন্ডেজ এক চিঠিতে জানান, ‘আমি ২০ আগষ্ট নিউ জার্সির সিনেটরের পদ থেকে ইস্তফা দিবো।’ মেন্ডেজের স্থলে ডেমোক্র্যাট দলের নিউ জার্সিও গভর্ণর ফিল মারফিকে সিনেটর নিয়োগ করা হবে। 

[৫] বব মেন্ডেজ ২০০৬ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গত বছর তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।

[৬] ৭০ বছর বয়েসি মেন্ডেজের বর্তমান সিনেটরের মেয়াদ আগামী ৩ জানুয়ারি শেষ হবে। ম্যানহাটান ফেডারেল কোর্ট ১৬টি ফৌজদারি অভিয়োগে নয় সপ্তাহের শুণানীর পর গত ১৬ জুলাই তাকে দোষী সাব্যস্ত করে। তার সঙ্গী অপর দুই আসামীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

[৭] তার স্ত্রী নাদিম মেন্ডেজ তিনজন ব্যবসায়ীর কাছ থেকে হাজার হাজার ডলার, স্বর্ণ, কার ও দেনা শোধের জন্য বিপুল অর্থ গ্রহণ করেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়