শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুতি-ইসরাইল মধ্যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ও লেবানন-ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলার পর ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সূত্র : সময়টিভি

গাজায় বর্বরতার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে চলাচলরত ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে চালায় একের পর এক হামলা। এতে বিক্ষুব্ধ হয়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সানায় বেশ কয়েকবার বিমান হামলা চালায় মার্কিন জোট। তবে এবারই হুতিদের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরাইলি বাহিনী। শনিবার (২০ জুলাই) হুতিদের অবস্থান লক্ষ্য করে হুদেইদাহ বন্দরে হামলা চালায় তেল আবিব।

হুদেইদাহতে হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলকে লক্ষ্য করে সতর্কবার্তা দেয় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে দ্বিধাবোধে করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

হুতিদের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই রোববার ওয়াশিংটন সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু। কর্মকর্তারা জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সাক্ষাতে ইসরাইলের বর্তমান পরিস্থিতি এবং উদ্ভূত নতুন উত্তেজনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই নেতার।
 
বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সঙ্গে তেল আবিবের বড় ধরনের সংঘাত জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে সরাসরি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরাইল। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়