লিহান লিমা: [২] ব্যয় কমাতে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের অ্যানিমেটেড সিরিজ ‘পার্ল’ বাতিল করেছে নেটফ্লিক্স। গত মাসে বড় একটি সংখ্যার গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স এবং আরও লাখো গ্রাহক এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই কোম্পানিটির বাজার দর হারানোর পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার। বিবিসি
[৩] ২০২০ সালে ব্রিটিশ রাজপরিবারের পদবি ছাড়ার পর বিনোদন জগতে আসার উদ্যোগ নেন প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল। এই দম্পতির ‘আর্চওয়ে প্রোডাকশন’ গত বছর ঘোষণা করেছিল মেগান ‘পার্ল’ সিরিজের নির্বাহী প্রযোজক হবেন।
[৩] এই সিরিজে গল্পের বিষয় ছিলো ১২ বছর বয়সী এক কিশোরীকে অনুপ্রাণিত করেছে ইতিহাসের বিখ্যাত ও প্রভাবশালী কয়েক নারী, সেই কিশোরীর জীবনের রোমাঞ্চময় ঘটনা এতে দেখানো হতো।
[৪] তবে নেটফ্লিক্স বলেছে, পার্ল বাতিল হলেও ‘হার্ট অব ইনভিকাস’ নামে একটি প্রামাণ্য সিরিজসহ আর্চওয়েলের সঙ্গে আরও কিছু কাজ কাজ চালিয়ে যাবে নেটফ্লিক্স। ‘হার্ট অব ইনভিকাস’ সিরিজটি প্রিন্স হ্যারির পরিকল্পিত, যা আহত প্রবীণ খেলোয়াড়দের নিয়ে নির্মিত।
আপনার মতামত লিখুন :