সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দোদা জেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক অফিসারসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। সূত্র : এনডিটিভি
[৩] এই ঘটনার ব্যাপারে ভারতীয় লোকসভার প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, 'জম্মু ও কাশ্মীরের ব্যাপারে মোদি সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।
[৪] ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, চার সেনা দোদা জেলায় জঙ্গি-বিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় সোমবার সংঘর্ষে নিহত হন। তারা হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র ও সিপাহী অজয় নিহত হন।
[৫] কর্মকর্তারা জানান, ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশ দোদা জেলার দেসা অঞ্চলে অভিযান শুরু করে। সেখানে রাত ৯টার দিকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের সংঘাত শুরু হয়।
[৬] এরআগে গত সপ্তাহে জম্মুর কাঠুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হন।
এসআই/আইএফ
আপনার মতামত লিখুন :