রাশিদুল ইসলাম: [২] ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পরপরই মাস্ককে নিজের নিরাপত্তা বাড়াতে বলেছেন এক্স ব্যবহারকারীদের কেউ কেউ। এরপর ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পর মার্ভেলের সুপারহিরো আয়রন ম্যান ধাঁচের ‘ধাতব স্যুটের বর্ম’ তৈরির ইচ্ছা প্রকাশ করলেন টেসলা বস ইলন মাস্ক। আরটি
[৩] রোববার এক্সে নিজের নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে এক প্রশ্নকারীর জবাবে মাস্ক বলেন, ‘হয়ত এখন সেই উড়ুক্কু ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে।’
[৪] মাস্ক বলেন, ‘সামনে বিপদ, এমনকি ‘গত আট মাসে’ দুইজন ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, এমন দাবিও করেন তিনি।
[৫] মাস্ক বলেন, ‘তাদেরকে বন্দুক’সহ গ্রেপ্তার করা হয়েছে। তারা টেক্সাসে অবস্থিত টেসলার সদর দপ্তর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্বে অবস্থান করছিল,’ এব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
[৬] সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দিয়েছেন মাস্ক।
আপনার মতামত লিখুন :