শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চাই, বিতর্ক ও নির্বাচনের মাধ্যমে, গুলি দিয়ে নয়’: বাইডেন

রাশিদুল ইসলাম: [২] রাজনৈতিক উত্তেজক বক্তব্য পরিহারের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এধরনের উত্তেজনা দেশকে রক্তপাতের দিকে পরিচালিত করতে পারে। ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার পর বাইডেন রোববার ওভাল অফিস থেকে তার ভাষণে আমেরিকানদের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। সিএনএন

[৩] বাইডেন বলেন একটি গণতান্ত্রিক দেশে মতবিরোধ অনিবার্য কিন্তু এই সহিংসতাকে স্বাভাবিক হতে দিতে পারি না। যুক্তরাষ্ট্রে এধরনের সহিংসতার কোনো স্থান নেই। 

[৪]  ট্রাম্পের ওপর গুলি চালানো ছাড়াও ২০২১ সালে ট্রাম্প সমর্থকদের ইউএস ক্যাপিটল ভবনে হামলা, ২০২০ সালে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের চক্রান্ত এবং ২০২২ সালে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার কথা তুলে ধরেন।

[৫] প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিকে আক্ষরিক অর্থে যুদ্ধক্ষেত্র, বিশেষত হত্যার ক্ষেত্র হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রকে পরিবর্তন করার ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত, একজন আততায়ীর হাতে নয়। 

[৬] বাইডেনকে সচরাচর ওভাল অফিস থেকে ভাষণ দিতে দেখা যায় না। মিডিয়া বাইডেনের রোববারের এ ভাষণকে ‘বিরল ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে। সাত মিনিটের কিছু কম সময়ের এ ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির সহিংস উত্তাপ কমানোর সময় এসেছে। কারণ দেশে রাজনৈতিক বক্তৃতা খুব উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের বিশ্বাস যতই দৃঢ় হোক না কেন, আমাদের কখনই সহিংসতায় নামতে হবে না। 

[৭] ৮১ বছর বয়সী বাইডেন বলেন, একটি গভীর বিভাজনের নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক করে আনা দুই পক্ষেরই (ডেমোক্রেটিক ও রিপাবলিকান) দায়িত্ব ছিল। এ পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রকে পরীক্ষার মুখে ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়