শিরোনাম
◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:০৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৭১

ইমরুল শাহেদ: [২] এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার পশ্চিম খান ইউনিরে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েল এ বিমান হামলা চালায়। আল-জাজিরা  

[৩] ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল মাওয়াসিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের দাবি, এলাকাটিতে ইসরায়েল মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

[৪] ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসির উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এলাকাটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন। কোনো বেসামরিক লোক এলাকাটিতে ছিলেন না।

[৫] ওই কর্মকর্তার দাবি, এলাকাটিতে খান ইউনিসের কামান্ডার রাফা সালামাকেও নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তার এমন দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের এমন দাবি এটাই প্রথম নয়। এর আগেও তারা অতীতে এমন অনেক দাবি করেছে। তাদের দাবি বারবারই মিথ্যা প্রমাণিত হয়েছে।

[৬] মিসর ও তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা, এভাবে বেসামরিক লোকদের হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি সত্তাকে নিশ্চিহ্ন করা।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়