শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সামনে যে ছয়টি বড় চ্যালেঞ্জ ◈ সেনা সদস্যরা ঘিরে রেখেছে বরিশালে সাবেক চিফ হুইপ হাসানাতের বাড়ি ◈ এবার ধানমন্ডি ৩২ নিয়ে সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাস ◈ হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল ◈ ভাঙা হল শেখ মুজিবের বাড়ি, ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ (ভিডিও) ◈ এবার হাসিনার বাসভবন সুধা সদনে আগুন (ভিডিও) ◈ কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন: জামায়াত আমিরের আহ্বান ◈ শেষ ওভারের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে কাঁদিয়ে চিটাগং কিংস ফাইনালে ◈ শহীদ তাজউদ্দীন নার্সিং কলেজে বহিরাগতদের হামলায় ৫০ শিক্ষার্থী আহত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:০৪ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৭১

ইমরুল শাহেদ: [২] এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার পশ্চিম খান ইউনিরে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েল এ বিমান হামলা চালায়। আল-জাজিরা  

[৩] ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল মাওয়াসিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের দাবি, এলাকাটিতে ইসরায়েল মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

[৪] ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসির উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এলাকাটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন। কোনো বেসামরিক লোক এলাকাটিতে ছিলেন না।

[৫] ওই কর্মকর্তার দাবি, এলাকাটিতে খান ইউনিসের কামান্ডার রাফা সালামাকেও নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তার এমন দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের এমন দাবি এটাই প্রথম নয়। এর আগেও তারা অতীতে এমন অনেক দাবি করেছে। তাদের দাবি বারবারই মিথ্যা প্রমাণিত হয়েছে।

[৬] মিসর ও তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা, এভাবে বেসামরিক লোকদের হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি সত্তাকে নিশ্চিহ্ন করা।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়