শিরোনাম
◈ পুকুর থেকে মাছ চুরি করে কোটিপতি! ◈ কেউ সামরিক ঘাঁটি করতে পারবে না সেন্ট মার্টিনে: রিজওয়ানা হাসান ◈ দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে, অনিশ্চয়তায় ১১ হাজার শিক্ষার্থী ◈ মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা! ◈ আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা ◈ দুই ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো ইংল্যান্ড ◈ শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৩:১৬ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম সম্মত না হওয়ায় পাকিস্তানে বন্ধ হল মায়ের দুধের ব্যাংক

সাজ্জাদুল ইসলাম: [২] পাকিস্তানের করাচির একটি হাসপাতালে খোলা হয়েছিল মায়ের  দুধের একটি ব্যাংক। অপূর্ণ শিশুদের এই ব্যাংক থেকে দুধ সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। চলতি বছরের জুনে দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে। কিন্তু এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আলেমগণ বলেছেন, এটি করা  ‘ইসলাম সম্মত নয়’। সূত্র: এএফপি

[৩] ধর্মীয় ব্যক্তিত্বরা অবশ্য গত বছরের ডিসেম্বরে এটি চালুর ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। তবে দুধ ব্যাংকটির কার্যক্রম শুরুর পর তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। এরপরই এটি বন্ধ হয়ে যায়। 

[৪] চিকিৎসকরা অবশ্য এটি আবারও চালুর জন্য চেষ্টা চালাচ্ছেন। তাদের দাবি একটি অপূর্ণ শিশুকে বাঁচানোর জন্য যেসব উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী হলো মায়ের দুধ খাওয়ানো। জামাল রেজা নামের এক চিকিৎসক বলেছেন, ‘সাধারণ মানুষের ধারণা নেই এটি কী। এই দুধ শুধুমাত্র অপূর্ণ শিশুদের দেওয়া হবে।’

[৫] ২০২৩ সালের ডিসেম্বরে জামিয়া দারুল উলুম দুধ ব্যাংকটি খোলার সম্মতি দিয়ে ফতোয়া দেয়। এরপর সরকারের জাতীয় ইসলামী আদর্শ পরিষদ এই ফতোয়া নিয়ে প্রশ্ন তোলে। তারা জানায়, এরমাধ্যমে আত্মীয়তা নিয়ে ইসলামে যে বিধান রয়েছে সেটি ভঙ্গ হওয়ার ঝুঁকি থেকে যায়। 

[৬] ইসলাম বিধানে একই নারীর দুধ পান করা নারী ও পুরুষের মধ্যে বিয়ে হারাম। দুধ ব্যাংক থেকে দুধ পান করালে ভবিষ্যতে এসব শিশুদের মধ্যে যদি কারও একে অপরের সঙ্গে বিয়ে হয় তাহলে সেটি অবৈধ হবে।

[৭] পাকিস্তানের এক ধর্মীয় ব্যক্তি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘যে শিশুকে দুধ ব্যাংক থেকে দুধ পান করানো হবে তার পরিবারকে অবশ্যই জানাতে হবে যে সে কার দুধ পান করছে। যেন ভবিষ্যতে বিয়ের সময় কোনো ধরনের সমস্যা না হয়।’ সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়