সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের আসামে বন্যায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। আসাম প্রশাসন এ কথা জানিয়েছে। এছাড়া ভারতের উত্তর প্রদেশে বুধবার পৃথক বজ্রপাতের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যাসংক্রান্ত দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বাংয়ি নিউজ
[৩] চলমান বন্যায় আসামের ২৭টি জেলায় ১৪ লাখ ৩৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আক্রান্ত এলাকার ১ লাখ ৫৭ হাজার মানুষ এখনও উদ্বাস্তু শিবিরে অবস্থান করছেন।
[৪] রাজ্যটিতে ব্রম্মপুত্র নদের পানি বিভিন্ন স্থানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ৯টি গণ্ডারসহ কাজিরাঙ্গা জাতীয় পার্কের অন্তত ১২৯টি বন্য প্রাণী মারা গেছে। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/আইএফ
আপনার মতামত লিখুন :