শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার শিল্পাঞ্চল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল: সর্বত্র মরদেহ

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা সিটির শিল্পাঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। স্থল অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে, সেখানকার অলিগলি এবং বিধ্বস্ত ভবনের নিচে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। সূত্র : আল জাজিরা
  
[৩] গাজা সিটির শিল্পাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার পর, সেখানকার ‘হৃদয়বিদারক চিত্র’ প্রকাশ্যে আসছে। গোটা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অলিগলি আর বিধ্বস্ত ভবনে বহু লাশ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

[৪] গাজা নগরীর শুজাইয়া এবং তাল আল-হাওয়া এলাকায় রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৯০টি লাশ। গাজা প্রশাসনের জরুরি পরিষেবা বিভাগ এ কথা জানিয়েছে।

[৫] একই চিত্র গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকারও। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানকার রাস্তাঘাটে গলিত লাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। সেখান থেকে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই নারী ও শিশুর বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

[৬] শুক্রবার উত্তর গাজার অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ফারেস আফানেহ বলেন, ‘তাল আল-হাওয়া এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, লাশগুলো উদ্ধারে অ্যাম্বুলেন্স কর্মীরা আরও আগে ঘটনাস্থলে যেতে না পারায়, সেগুলোতে পচন ধরেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ পড়ে আছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়