সাজ্জাদুল ইসলাম: [২] গত ৭ অক্টোবর গাজায় গণহত্যামূলক হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। এরপর ২৭১ দিন পার হয়ে গেছে। এখনও অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি গণহত্যা অব্যাহত রয়েছে। এর প্রধান শিকার হচ্ছে নিরীহ-নিস্পাপ শিশু ও নারীরা। সূত্র মিডল ইস্ট আই
[৩] গাজা সরকারের মিডিয়া অফিসের রিপোর্টে নিহত শিশুদের এই সংখ্যা জানানো হয়েছে। এর মধ্যে ৩৪ শিশু অনাহারে মারা গেছে।
[৪] মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৮ হাজার ৩৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৭০০ জন নারী।
[৫] মিডিয়া অফিস আরও জানায়, এ ছাড়া গাজার আরও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/আইএফ
আপনার মতামত লিখুন :