শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই গাজার যুদ্ধ বন্ধ করতে হবে: বাইডেন

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বলেছেন, গাজায় চলমান যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। আর যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল উপত্যকাটিকে কোনভাবে দখলে রাখতে পারবে না। সূত্র : অ্যারাব নিউজ

[৩] ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, আমার দেওয়া যুদ্ধবিরতির রূপরেখা হামাস ও ইসরায়েল উভয়েই মেনে নিয়েছে তবে সামান্য কিছু পার্থক্য এখনও রয়ে গেছে যা দূর করতে হবে। এ ব্যাপারে খুঁটিনাটি নিস্পত্তি করতে আমি অঞ্চলটিতে আমার প্রতিনিধিদল পাঠিয়েছি।

[৪] গত মে মাসে বাইডেন তার তিন পর্যায়ের এ যুদ্ধবিরতির বিষয় প্রকাশ করেন। এরমধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজার পুণর্গঠন।

[৫] প্রায় এক ঘণ্টা ধরে চলে এই সংবাদ সম্মেলন। এ সময় বাইডেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

[৬] ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। 

[৭] সিআইএর পরিচালক বিল বার্নস ও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত ব্রেট ম্যকগার্ক এখন মধ্যপ্রাচ্যে রয়েছেন। তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দেনদরবার করছেন।

 [৮] আলোচনা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যা বন্ধ হয়নি, আরও বেড়েছে। প্রতিরোধ যোদ্ধারাও দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়