রাশিদুল ইসলাম: [২] দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধানের জন্য জেনারেল অথরিটি জানিয়েছে নারী কর্মচারীরা কাবার গিলাফ পরিবর্তনে অংশ নেয়। গত রোববার এ সময় তারা সোনা ও রৌপ্য সুতো দিয়ে সজ্জিত কালো কাপড়ের গিলাফ বহন করে এক আনুষ্ঠানিক পরিবর্তনে অংশ নেয়। মিডিল ইস্ট মনিটর
[৩] হজের পর এক বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসাবে, প্রতিবছর কাবার গিলাফ পরিবর্তন করা হয়। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এটি নতুন বছরে সংঘটিত হয়।
[৪] অংশগ্রহণকারীরা পুরানো গিলাফটি সরিয়ে নতুন গিলাফটি পড়িয়ে দেয়।
[৫] যদিও গিলাফ পরিবর্তনে নারী কর্মচারিদের ভূমিকা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল, ইতিহাসে এটিই প্রথম নারীরা এধরনের ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন।
[৬] সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্র এবং শিল্পে নারীদের অংশগ্রহণের সুযোগ দানের মধ্যে কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ আরেক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :