শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ১০:২০ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৪, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পর মণিপুর সফর করলেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের লোকসভা নির্বাচনে মণিপুর রাজ্যের দুটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এ জয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার প্রথমবারের মতো  রাজ্যটি সফরে যান। 

[৩] দুপুরে তিনি পশ্চিম মণিপুরের জিরিবামে সাম্প্রতিক সহিংসতায় আশ্রয়হীন পরিবারের সঙ্গে ত্রাণশিবিরে দেখা করেন। এরপর তার দক্ষিণ মণিপুরের চূড়াচাঁদপুর এবং মধ্য মণিপুরের মইরাংয়ের ত্রাণশিবিরে যান।

[৪] রাহুল গান্ধী নির্বাচনের আগে তার দ্বিতীয় পদযাত্রা শুরু করেছিলেন মণিপুর থেকে। নির্বাচনে দুটি আসনে কংগ্রেসের জয়ের পর তার এই সফর নিয়ে মণিপুরে আগ্রহ তুঙ্গে। সন্ধ্যায় তার মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেন তিনি।

[৫] রাহুল গান্ধী মণিপুরে পৌঁছেছেন দক্ষিণ আসামের শিলচর থেকে। সেখানে তিনি বন্যাদুর্গত পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন। এরপরই উড়ে যান মণিপুরে।

[৬] সোমবার ভোরের দিকে জিরিবাম জেলার ফাইটোল গ্রামের কাছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। মণিপুরে চলমান জাতিগত সংঘর্ষের কারণে জেলায় উত্তেজনা বেড়েছে। সেখানে কুকি-জো ও মেইতেই উভয় সম্প্রদায়ের সদস্যদের কিছু বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

[৭] গত বছরের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত দাঙ্গা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সফল হয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। মণিপুরে বিপুলসংখ্যক রাজ্য ও কেন্দ্রীয় ফৌজ মোতায়েন করলেও সহিংসতা চলছে। 

[৮] কেন্দ্রীয় সরকার একটি বিশেষ দল গঠন করে মণিপুরে শান্তি ফেরানোর শপথ নিলেও এখন পর্যন্ত সেখানে শান্তি ফেরেনি। এই মুহূর্তে সেখানে বিপুলসংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়