শিরোনাম
◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ১০:১০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১১

সাজ্জাদুল ইসলাম: [২] বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার গোরোনতালো সুলাওয়েসি প্রদেশের দ্বীপের বোনে বোলাঙ্গো জেলার একটি প্রত্যন্ত গ্রামে একটি অবৈধ স্বর্ণখনিতে শনিবার ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন। সূত্র : এএফপি

[৩] বোনে বোলাঙ্গো জেলা প্রশাসনের কর্মকর্তারা সোমবার বলেছেন, গত শনিবার দিনভর প্রবল বর্ষণের সময় ওই স্বর্ণখনি ও তার আশপাশের এলাকগুলোতে ভূমিধস ঘটে। এ দুর্যোগ থেকে রেহাই পাননি খনিটির সংলগ্ন ওই গ্রামটির বাসিন্দারাও।

[৪] বোনে বোলাঙ্গো জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনীর প্রধান হেরিয়ান্তো বলেন, ‘ রোববার থেকে আমরা উদ্ধার তৎপরতা শুরু করেছি। এ পর্যন্ত আটজনের মরদেহ এবং ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতদের সবাই কম-বেশি আহত হয়েছেন। নিখোঁজদের সন্ধানে জোর তৎপরতা চলছে।’

[৫] হেরিয়াান্ত আরও জানান, ব্যাপক বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ওই গ্রামে পৌঁছানোর রাস্তাঘাট ও সেতুগুলো ভেঙে পড়েছে। তাদেরকে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে এবং এ কারণেই দেরিতে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। 

[৬] গত মে মাসে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি গ্রামে ভূমি ধসে নিহত হয়েছিলেন অন্তত ১৫ জন। তার আগের মাসে ওই একই প্রদেশের ভিন্ন একটি গ্রামে ভূমি ধসে প্রাণ হারিয়েছিলেন ২০ জন। সম্পাদনা: রাশিদ 

এসআর/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়