শিরোনাম
◈ জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ : আসিফ নজরুলকে হেনস্তা ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:০২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ১০:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী পাকিস্তানিদের ভোটাধিকার বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান খান

ইমরান খান

ইমরুল শাহেদ: পিটিআই চেয়ারম্যান ইমরান খান সোমবার ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে প্রবাসী পাকিস্তানিদের ভোটাধিকার বাতিল করে নির্বাচনী আইনে সংশোধনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন। জিওটিভি

গত ৯ জুন যৌথ পার্লামেন্ট অধিবেশনে ‘ইলেকশন্স (সংশোধনী) বিল, ২০২২’ এবং ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি (সংশোধনী) বিল, ২০২২’ পাস করা হয়। তাতে বিদেশে অবস্থান করা পাকিস্তানিরা ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হবেন। ইতোমধ্যে পাকিস্তান ইবিএম ভোটিং পদ্ধতি বাতিল করেছে। এছাড়া এনএবি চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।
 
পিটিআই এর মধ্যেই এনএবি আইন সংশোধনকে চ্যালেঞ্জ করেছে। পিটিআই এই উচ্চাদালতকে নির্বাচন নিয়ে পরিবর্তন করা আইন অর্থাৎ সংশোধনী বিলের হস্তক্ষেপ করার আবেদন করেছে। 

ইমরান খানের আইনজীবী এই মামলায় ফেডারেল সরকার, ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি) এবং ন্যাশনাল ডাটাবেস ও রেজিষ্ট্রেশন অথরিটিকে অন্তর্ভুক্ত করেছেন। 

পিটিআই চেয়ারম্যান সংশোধনীগুলিকে ‘অসাংবিধানিক, অতি ভয়ঙ্কর এবং অকার্যকর ঘোষণা ও বাতিল করার জন্য’ আদালতের কাছে প্রার্থনা করেছিলেন।

তিনি আদালতকে ঘোষণা করতে অনুরোধ করেন, ‘ইলেকশনস (সংশোধনী) অ্যাক্ট, ২০২১-এ নির্বাচনি ২০১৭ সালের অ্যাক্টের ৯৪(১) ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটাই হলো এখনকার চলমান আইন। ইসিপি এবং এনএডিআরএ এবং সকল প্রতিষ্ঠানকে এই চলমান আইন অনুসারেই কাজ করতে হবে। 

আবেদনে বলা হয়েছে, ‘ইসিপি এবং সকল প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে নির্দেশ দিন, যাতে বিদেশি পাকিস্তানিরা ভবিষ্যতের সব নির্বাচনে, বিশেষ করে তাদের বসবাসের দেশে থেকে আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়