প্রীতিলতা: [২] শনিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টার দিকে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের শচীন পালি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। সূত্র: এএনআই
[৩] সুরাটের ভবনটি ধসে পড়ে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। কয়েকদিন ধরেই সেখানে টানা বৃষ্টি হচ্ছিল। আবাসিক ওই ভবনটির ৩০টি ফ্ল্যাটের মধ্যে পাঁচটিতে লোকজন বসবাস করছিল, বাকিগুলো খালি ছিল।
[৪] প্রধান দমকল কর্মকর্তা বসন্ত পরীক এএনআইকে বলেন, “হতাহতদের খোঁজে সারারাত ধরে অভিযান চলেছে। এ পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে।”
[৫] সপ্তম মৃতদেহটি রোববার ভোর ৬টার দিকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
[৬] উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচে আর কোনো বাসিন্দা আটকা পড়ে নেই বলে ধারণা উদ্ধারকর্মীদের।
[৭] কর্মকর্তারা জানান, শনিবার বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়তে শুরু করে, তখন ১৫ জন আহত হয়। ভবনটি ধসে যাওয়ার পরপরই ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
[৮] পুলিশ জানিয়েছে, ভবনটি ২০১৭ সালে নির্মাণ করা হয়েছিল। মাত্র আট বছরের পুরনো হলেও ইতোমধ্যেই ভবনটি জীর্ণ হয়ে পড়েছিল এবং এর অধিকাংশ ফ্লাটই খালি ছিল। ভবনটি ধসে পড়ার সময় মাত্র পাঁচটি পরিবার সেখানে ছিল।
আপনার মতামত লিখুন :