সাজ্জাদুল ইসলাম: [২] অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় পাঁচ সাংবাদিকসহ ২৯ জন নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। সূত্র: আনাদোলু
[৩] এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, একদিনে পাঁচ সাংবাদিক নিহত হওয়ার মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮।
[৪] গাজার মিডিয়া অফিস শুরু থেকেই বলে আসছে, উপত্যকাটিতে সংঘটিত ইসরায়েলি বর্বরতা ও যুদ্ধ অপরাধ প্রকাশ রোধ করতে ইসরায়েলিরা সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।
[৫] যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ জানিয়েছে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে ‘গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী’। ওই বছর থেকে সংস্থাটি হত্যার শিকার সাংবাদিকদের তথ্য নথিভুক্ত করা শুরু করে।
[৬] দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
আপনার মতামত লিখুন :