শিরোনাম

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৪, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ; ভোট দিলেন খামেনি

রাশিদুল ইসলাম: [২] ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রথম প্রহরেই তেহরানে ভোট দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। পারসটুডে

[৩] খামেনি বলেন, ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তা তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের এই ভোট ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে।

[৪] দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে। এদের মধ্যে মাসুদ পেজেশকিয়ান সংস্কারবাদী হিসেবে পরিচিত। 

[৫] গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। ধারণা করা হচ্ছে- আজকের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৮ জুনের নির্বাচনে ২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। এরমধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি ৪ লাখ ভোট। অন্যদিকে, সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়