শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ১১:২১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার ‘নিরাপদ অঞ্চলে’ জীবন-মরণ অবস্থায় চলছে অবিরাম হামলা, নেই খাবার-পানি

সাজ্জাদুল ইসলাম: [২] গাাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস হরের কেন্দ্রের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে বুধবার ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। সূত্র : এপি

[৩] নাসের হাসপাতালটি খান ইউনুস শহরের পশ্চিমে অবস্থিত। ইসরায়েল নিজেই অঞ্চলটিকে নিরাপদ অঞ্চল বলে আখ্যায়িত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া মানচিত্রে এটি দেখা গেছে।

[৪] জাতিসংঘের হিসেবে চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরায়েল খান ইউনুস এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার যে নির্দেশ দিয়েছে তাতে প্রায় আড়াই হাজার ফিলিস্তিনি মহাবিপদে পড়েছেন।

[৫] বুধবারের বিমান হামলার পর ধুলার রাশি নাসের হাসপাতালের কাছের রাস্তায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে লোকজনকে আতংকে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায় বার্তাসংস্থার এপির সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে।

[৬] এতে দেখা যায় এক ব্যক্তি আহত দু’টি ছেলেকে কোলে নিয়ে ছুটছেন। অসামরিক প্রতিরক্ষাকর্মী ও পথিকরা তার সহায়তায় এগিয়ে যান। আর অন্যরা ধবংসস্তুপের কংক্রিটের নীচে চাপা পড়া লোকদেরকে ধবংসস্তুপ সরানোর চেষ্টা করছেন।

[৭] ইসরায়েলি বাহিনী সোমবার খান ইউনুসের পূর্বের বাসিন্দাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। সেখানে আশ্রয় কেন্দ্রগুরোতে আশ্রয় কেন্দ্র ও উন্মুক্ত প্রান্তরে হাজার হাজার বাস্তুচ্যূত ফিলিস্তিনি অবস্থান করছিলেন। বুধবার সেখানে আশ্রয় শিবিরে পরিণত করা স্কূলগুুলোতেও বিমান হামলা হয়।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়