সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ৩৭ হাজার ৯৫৩ জন নিহত এবং ৮৭ হাজার ২৬৬ জন আহত হয়েছেন। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সূত্র: আনাদোলু
[৩] মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি ‘হত্যাকাণ্ড’ চালায়। এতে আরও ১২৫ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
[৪] মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েল তার নৃশংস আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রেখেছে।
[৫] ইসরায়েলি গণহত্যা ও তান্ডবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।উপত্যকাটির প্রায় ৮৫ শতাংশ বা প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
আপনার মতামত লিখুন :