শিরোনাম
◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল ◈ কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন পয়েন্টে সড়ক, রেলপথ অবরোধ ◈ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী, লাল গালিচা সংবর্ধনা ◈ নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেখতে গেলেন মির্জা ফখরুল-রিজভী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

সাজ্জাদুল ইসলাম: [২] পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে তার দেশ। সূত্র : বিবিসি

[৩] তিনি আরও বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করে যেসব সন্ত্রাসী দল হামলা চালাচ্ছে তাদের ওপর তার দেশ বিমান হামলা চালাচ্ছে।

[৪] এর আগে, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বছরের মার্চ মাসে প্রতিবেশী দেশটিতে এমন একটি হামলার কথা স্বীকার করেছিলেন। আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, এই হামলায় তাদের দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন করা হয়েছে ।

[৫] খাজা আসিফ বলেছেন, ‘এটা ঠিক যে, আমরা আফগানিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। আমরা তাদেরকে কেক এবং পেস্ট্রি খেতে দেব না। যদি আক্রমণ করা হয়, আমরাও পাল্টা আক্রমণ করব।’

[৬] পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী হামলার বৈধতা নিয়ে আশঙ্কাও উড়িয়ে দিয়ে বলেছেন, ‘পাকিস্তান আসন্ন হামলার বিষয়ে তালেবানকে আগে থেকে কিছুই জানায় না। আমরা কেন তাদেরকে বলব, প্রস্তুত হও, আমরা আসছি?’

[৭] তালেবান বলেছে, এই ধরনের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে। তারা পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, আন্তঃসীমান্ত হামলার ‘পরিণাম’ তাদেরকে ভোগ করতে হবে।

[৮] পাকিস্তান অভিযোগ, পাকিস্তানি তালেবান বা টিটিপি জঙ্গীরা পাকিস্তানে হামলা চালাতে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করছে।  খাজা আসিফ বলেছেন, ‘পাকিস্তানের অনুরোধ সত্ত্বেও আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক নয়। 

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়