শিরোনাম
◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ◈ সচিব সভায় সম্পদের হিসাব প্রকাশ নিয়ে মতানৈক্য ◈ ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৪, ১২:২৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ (৩০) মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২ জুলাই) তিনি মারা যান। 

সোশ্যাল মিডিয়ার তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকে জিয়া রশিদের জানাজার নামাজে অংশ নেন।

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করেন তিনি। কিন্তু হাঁটু সংক্রান্ত একটি রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিয়া। ২০ বছর বয়সে হঠাৎ করে তার হাঁটুতে সমস্যা দেখা দেয়।

জিয়া রশিদ দাবি করতেন তার উচ্চতা ৮ ফুট ৮ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি।

পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অসুস্থ হলেও নিজের পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি তিনি। এছাড়া সরকারের কাছ থেকেও কোনো সহায়তা পাননি।

গত বছর জিয়া রশিদ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। যা তার আগের শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ অসুখের সঙ্গে লড়াই করে আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

২০১৮ সালে বার্তাসংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে জিয়া রশিদ বলেন, আত্মরক্ষা এবং ফিটনেস বজায় রাখতে তিনি তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছেন।

রশিদ জানিয়েছিলেন তিনি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি আরও পড়তে চান। কিন্তু ভ্রমণগত ও আর্থিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছিলেন না।

উন্নত জীবনযাপনের জন্য সরকারের কাছে তার পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়