শিরোনাম
◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল ◈ কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন পয়েন্টে সড়ক, রেলপথ অবরোধ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি

আজাহার আলী সরকার : ভারতের নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন বিক্রম মিসরি। তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। আপাতত ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আছেন। আগামী ১৫ জুলাই ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে কাজ শুরু করবেন কাশ্মীরে জন্ম নেওয়া এই অফিসার।
গত শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৪ জুলাই ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বিনয় কোয়াত্রার মেয়াদ শেষ হতে চলেছে। আগেই তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ছয় মাসের ‘এক্সটেনশন’-এ তিনি দায়িত্ব পালন করছেন।
এদিকে আগামী ১৫ জুলাই থেকে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস অফিসার)। অর্থাৎ আপাতত যিনি নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে ‘রিপোর্ট’ করেন, ১৫ জুলাই থেকে তিনি ‘রিপোর্ট’ করবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের কাছে। 
১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন মিসরি। তিন জন প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মিসরি। ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭ সাল), মনমোহন সিং (২০১২ সাল থেকে ২০১৪ সাল) এবং নরেন্দ্র মোদী (২০১৪ সালের মে থেকে ২০১৪ সালের জুলাই)। একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তারপর মিয়ানমারে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলঙ্কা এবং জার্মানির মতো দেশেও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন মিসরি। যে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত এবং চীনের সংঘাত চরমে উঠেছিল। ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 
তথ্যসূত্র :হিন্দুস্তান টাইমস ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়