শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহুদি ভোট নিয়েও দুশ্চিন্তা বাইডেন শিবিরে: বিশ্লেষণ

সাজ্জাদুল ইসলাম: [২] হামাসের ৭ অক্টোবরের হামলা ও তার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যাকে কেন্দ্র করে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রোট শিবিরে। সূত্র : সিএনএন

[৩] এ যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেওয়ার কারণে বাইডেন মুসলিম ভোটারদের সমর্থন হারিয়েছেন। এখন তার প্রতি ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কি-না সেটাই এখন ডেমোক্রেটদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

[৫] আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ডেমোক্রেট নেতা বাইডেনকে লড়তে হবে তার পুরোনো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

[৬] নির্বাচনের এ ডামাডোলে সবার এখন মনোযোগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় ইসরায়েল-হামাস যুদ্ধ আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে বাইডেনের অবস্থান কতটা নড়বড়ে হয়েছে তার ওপরে। বিশেষ করে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, উইসকনসিন ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ (ব্যাটেলগ্রাউন্ড) রাজ্যগুলোয় ফল নির্ধারণে নিয়ামক হয়ে ওঠার মতো যথেষ্ট ভোটার রয়েছেন ইহুদি আমেরিকানদের মধ্যে। 

[৭] গত ১৮ জুন ওয়াশিংটনে আমেরিকান ইহুদিদের এক সম্মেলনে শত শত ইহুদি যোগ দিয়েছিলেন। সেখানে মঞ্চে জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকানের প্রধান নির্বাহী কর্মকর্তা হেইলি সোফিয়ের সঙ্গে বিতর্কের সময় মরগান ওরটাগাস ইহুদিদের উদ্দেশে বলেন, ‘যদি আপনি সুন্দর সুন্দর টুইট দেখতে চান, বাইডেনকে ভোট দিন। যদি আপনি আর মৃত ইসরায়েলিদের দেখতে না চান, তাহলে ট্রাম্পকে ভোট দিন।’ ওরটাগাস ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

[৮] ২০২০ সালের নির্বাচনের সময় এপির বুথফেরত জরিপে বলা হয়েছিল, ট্রাম্প ৩০ শতাংশ ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন; যা ছিল গত কয়েক দশকের মধ্যে কোনো রিপাবলিকান প্রার্থীর জন্য ইহুদিদের সর্বোচ্চ সমর্থন।

[১০] ট্রাম্প ক্ষমতায় থাকার সময় ইসরায়েলের দীর্ঘদিনের দাবি মেনে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছিলেন। তারপরও খুব বেশি ইহুদি ভোটারের সমর্থন না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন; যা নিয়ে ট্রাম্প অনেকবার কথাও বলেছেন। 

[১১] গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, কোনো ইহুদির বাইডেনকে ভোট দেওয়ার অর্থ তিনি ইসরায়েলকে ভালোবাসেন না এবং এটা নিয়ে সরাসরি কথা বলা উচিত। ট্রাম্পের আমলেই আব্রাহাম চুক্তি হয়েছে। 

[১২] ৭ অক্টোবরের হামলার পর কয়েক দিনের মধ্যে ট্রাম্প বলেছিলেন, ‘বুদ্ধিদীপ্ত’ হামাসকে আটকাতে ব্যর্থ হওয়ায় কারণে যথাযথভাবে নেতানিয়াহুর সমালোচনা করা উচিত। 

[১৩] জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকার (জেডিসিএ) একাধিক নেতা ও ডেমোক্রেটিক ভোটাররা সিএনএনকে তাদের হতাশার কথা জানিয়ে বলেছেন, প্রগতিশীল মিত্ররা তাদের পরিত্যাগ করছেন। বাইডেন যথেষ্ট করছেন না এবং তিনি তার দলের বামপন্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়