শিরোনাম
◈ এআইআইবি ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে ◈ ৪৬১টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পরিবেশ এবং জলবায়ু সহযোগিতা জোরদার করবে কানাডা: পরিবেশমন্ত্রী  ◈ রাষ্ট্রপতির কাছে তিন দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ ◈ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বাসায় ফিরতে আরো কদিন লাগবে  ◈ শব্দদূষণে নাকাল রাজধানীবাসী, আইনের কার্যকর প্রয়োগ নেই ◈ তিস্তাচুক্তির মূল প্রতিবন্ধকতা মমতা: ওবায়দুল কাদের ◈ দুর্নীতির প্রমাণ পেলে কোনও কর্মকর্তা কর্মচারীর ছাড় নেই: মন্ত্রিপরিষদ সচিব ◈ বাংলাদেশে সব সম্প্রদায় সম্প্রীতির সঙ্গে বসবাস করে: প্রধানমন্ত্রী ◈ জুনে রেমিট্যান্স এসেছে প্রায় ৩০ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৯ জুন, ২০২৪, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৪, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন

ইমরুল শাহেদ: [২] ফ্রান্সের জনগণ ৫৭৭ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলির দুই দফা ভোটের প্রথম দফায় ভোট রোববার। দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। ধারণা করা হচ্ছে এই ভোটের মাধ্যমে ফ্রান্স রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সূত্র: আলজাজিরা

[৩] গত ৯ জুন ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট নির্বাচনে মেরিন ল্য পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পাটির কাছে হেরে যাওয়ার কারণে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাক্রোঁ। একইসঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। এই নির্বাচনের প্রচারণার শেষ সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জনসম্মুখে তার উপস্থিতি বাড়িয়েছেন। 

[৪] নির্বাচন নিয়ে এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনই উল্লিখিত রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করবে। জরিপে ন্যাশনাল র‌্যালি ৩৬ শতাংশ ভোট নিয়ে জোরালোভাবে এগিয়ে আছে। তারপরেই  বামপন্থী ব্লক নুভেউ ফ্রন্ট পপুলায়ার (এনএফপি) ২৮.৫ শতাংশ এবং ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট - এনসেম্বল - ২১ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছে।

[৫] জরিপের ফলাফল যদি ভোটের ব্যালটে প্রতিধ্বনিত হয়, তাহলে যিনিই নির্বাচিত হোন না কেন, ম্যাক্রোঁকে একজন বিরোধী প্রধানমন্ত্রীর সঙ্গে বাস করতে হবে।

[৬] গত ২৪ জুন এক সভায় ম্যাক্রোঁ বলেছেন, ‘চরম’ কর্মসূচিগুলো দেশকে ‘গৃহযুদ্ধের দিকে’ নিয়ে যেতে পারে। অতি ডানপন্থী ন্যাশনাল র‌্যালির (আরএন) নেতা জদান বাদিরা তার নির্বাচনী প্রস্তাবনার বিষয়ে বিশদ পরিকল্পনা প্রকাশের একদিন আগে এ কথা বললেন ম্যাক্রোঁ। লক্ষ্যণীয়, ম্যাক্রোঁর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তার প্রতিপক্ষরা।

[৭] ফরাসী সম্প্রচারমাধ্যম এম৬-এ প্রচারিত খবরে ২৮ বছর বয়সী জদান বাদিরা বলেছেন, ‘একজন প্রেসিডেন্টের কখনোই এটি বলা উচিত নয়। আমি ফরাসি জনগণের জন্য নিরাপত্তা পুনরুদ্ধার করতে চাই।’

[৮] এদিকে নির্বাচনে বিজয়ী হলে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট কাকে প্রধানমন্ত্রী করবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করছে। ফ্রান্স আনবাউড (এলএফআই) দলের নেতা জ্যঁ-লক মেলেশোঁ গত শনিবার দেশের শাসনকার্য পরিচালনার বিষয়ে তার অভিপ্রায় জানিয়েছেন। সম্পাদনা: এম খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়