শিরোনাম

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৭:৩৬ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হচ্ছেন উরসুলা

ইকবাল খান: [২] ইউরোপীয় ইউনিয়নের নেতারা মঙ্গলবার এই বিষয়ে সমঝোতায় পৌঁছেন। বৃহস্পতিবার রাতে শীর্ষবৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতারা বিষয়টি নিয়ে একমত হলেন। সূত্র: ডয়চে ভেলে

[৩] পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কোস্টা ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান  এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হচ্ছেন।

[৪] আগামী মাসে ইইউ পার্লামেন্টে এই তিন নেতার মনোনয়ন নিয়ে ভোট হবে। উরসুলা, কোস্টা ও কালাসকে পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে জিততে হবে।

[৫] উরসুলা ফন ডেয়ার লাইয়েন ইইউ নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘দ্বিতীয়বারের জন্য আমার উপর আস্থা রাখায় আমি নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমি এই মুহূর্তটা বন্ধু কোস্টা ও কালাসের সঙ্গে শেয়ার করতে পেরে আনন্দিত।’

[৬] উরসুলা জানিয়েছেন, তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি হলো, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যাতে তার এই মনোনয়নের পক্ষে ভোট দেন, তা নিশ্চিত করা।

[৭] কোস্টা জানিয়েছেন, ইইউ নেতারা তার নাম ইউরোপীয় কাউন্সিলের প্রধান হিসাবে অনুমোদন করায় তিনি খুশি।

[৮] হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান জানিয়েছেন, যেভাবে তিনটি নাম নিয়ে ইইউ নেতারা ডিল করেছেন, তা খুবই লজ্জাজনক।

[৯] সামাজিক মাধ্যম  এক্সে তিনি বলেছেন, ‘ইউরোপের ভোটারদের ঠকানো হয়েছে। বাম ও উদারপন্থিদের নিয়ে ইপিপি যে জোট করেছে তা হলো কোয়ালিশন অফ লাইস। আমরা এই লজ্জাজনক জোটকে সমর্থন করব না।’

[১০] ইটালির প্রধানমন্ত্রী মেলোনি জানিয়েছেন, ভোটদাতাদের ইচ্ছাকে অবহেলা করা হয়েছে।

[১১] উরসুলা ভন ডেয়ার লাইয়েন হচ্ছেন জার্মানির মধ্য-বামপন্থি ও ইপিপি নেত্রী, কোস্টা হলেন সমাজবাদী এবং কালাস উদারপন্থি।

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়