ইমরুল শাহেদ: [২] শুক্রবার ভোরে ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণে বিমানবন্দর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় কমপক্ষে আট জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। সূত্র: আনন্দবাজার
[৩] এই ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ সরকারকে আক্রমণ করে বিরোধী দলগুলি। শুক্রবার সকালে কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে জানান, গত ১১ মার্চ লোকসভা নির্বাচনের সূচি ঘোষণার আগেই নরেন্দ্র মোদি তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরের এক নাম্বার টার্মিনালের উদ্বোধন করেন।
[৪] এনসি নেতা ওমর আবদুল্লা প্রায় একই সুরে এক্স হ্যান্ডলে লেখেন, ‘নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার আগেই অসম্পূর্ণ টার্মিনাল উদ্বোধন করা হয়।’
[৫] তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডলে লেখেন, ‘নির্বাচনী প্রচারের জন্য মোদি মার্চ মাসে তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরের নির্মীয়মাণ এক নাম্বার টার্মিনালের উদ্বোধন করেন।’ তার পরেই তার প্রশ্ন, ‘কেন মোদির বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে না?’
[৪] এক নাম্বার টার্মিনালের একাংশের ছাদ ভেঙে পড়ার পরই দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নাম্বার টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।
[৫] কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, তার মন্ত্রণালয় এবং বিমান নিয়ন্ত্রণ সংস্থা আলাদাভাবে এই ঘটনাটির তদন্ত করে দেখবে। একই সঙ্গে মন্ত্রী দাবি করেছেন, ভোটের আগে মোদি অন্য একটি টার্মিনাল উদ্বোধন করেছিলেন। সম্পাদনা: ইকবাল খান
আপনার মতামত লিখুন :