শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৪, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু ও আইনসম্মত হলে মানবেন ট্রাম্প, বাইডেন বললেন হারলে আপিলে যেতে পারেন

রাশিদুল ইসলাম: [২] নির্বাচন সুষ্ঠু ও আইনসম্মত হলে তার ফল মেনে নেবেন সাবেক প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রথম মুখোমুখি বিতর্কে সঞ্চালকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিএনএন

[৩] আগের নির্বাচনের ফল ট্রাম্প এখন পর্যন্ত মেনে নেননি। অভিযোগ আছে তার উস্কানিতে নির্বাচনের পরে ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা চালায় তার সমর্থকরা। সে কথা স্মরণ করিয়ে দিয়ে সঞ্চালক জানতে চান- এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেবেন কিনা? এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি এটা সুষ্ঠু ও আইনসম্মত হয় তাহলে অবশ্যই মেনে নেবো। কিন্তু উদ্ভট জালিয়াতি করা হয়েছিল। অন্য কিছু ভাবার সুযোগ নেই।

[৪] এসময় পাল্টা জবাবে ট্রাম্পকে আক্রমণ করে জো বাইডেন বলেন, আপনি ঘ্যানঘ্যান করেন। আপনি হেরে গেলে সারাদেশের আদালতে আপিল করতে পারেন। দেশের কোনো আদালতই আপনার দাবির পক্ষে কোনো যথার্থতা পায়নি।

[৫] ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বিষয়ে বাইডেন বলেন- জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আবার যদি হেরে যান, আমি মনে করি তা আপনি মেনে নেবেন না। কারণ, আপনি একজন ঘ্যানঘ্যানকারী। যুক্তরাষ্ট্রে আগামী ৫ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। তাতে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দল থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়