শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ জুন, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৪, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ছাড়ছেন ৪ হাজার ৩০০ ধনকুবের 

ইমরুল শাহেদ: [২] এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিনিয়োগ মাইগ্রেশন উপদেষ্টা ফার্ম হেনলে এ্যান্ড পার্টনার্সের এক প্রতিবেদনে। ফার্মটির প্রতিবেদনে বলা হয়েছে, তারা ২০২৪ সালেই ভারত ত্যাগ করবে। দাবি করা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ভারত। অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে ‘পালাতে’ আগ্রহী কোটিপতিরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ছেড়ে যাওয়া বেশিরভাগ কোটিপতি পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতকে। এরপরই এসব ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন ও ব্রিটেন। তালিকার শেষ দিকে রয়েছে ভারতের নাম। 

[৪] প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়া ব্যবসায়ী ও কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ১০০। এ বছর মাত্র ৬ মাসেই সংখ্যাটা পৌঁছে গেছে ৪ হাজার ৩০০ জনে। ফলে আগামী ৬ মাসে সংখ্যাটা আরও বাড়বে।

[৫] প্রশ্ন হচ্ছে, কেন ধনীরা ভারতের প্রতি অনীহা দেখিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন? এ প্রসঙ্গে একাধিক কারণ উঠে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেশের ব্যবসায়িক নীতি। রাজনৈতিক মহলের দাবি, মুষ্টিমেয় একটি শ্রেণিকে ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়ে চলেছে মোদি সরকার। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তুলনায় কিছু কম প্রতিপত্তিশালী ব্যবসায়ীদের। দেশের মাটিতে খুব একটা সুবিধা করতে না পেরেই বেশিরভাগ ব্যবসায়ী ঝুঁকছেন বিদেশের দিকে। সম্পাদনা: এম খান

আইএস/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়