শিরোনাম

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২২, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপাকে নূপুর শর্মা, লুক-আউট নোটিশ জারি লালবাজারের

নূপুর শর্মা

রাশিদুল ইসলাম : শুক্রবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন বহিষ্কৃত ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাকে ভারতের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে আদালত। ইন্ডিয়ান এক্সপ্রেস

মহানবীকে (সা:) নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ আরও গভীরে। শুক্রবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাকে ভারতের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে আদালত। এবার নূপুরের বিরুদ্ধে লুক আউট জারি করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের অন্তর্গেত নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে এইআইআর হয়েছিল। যার ভিত্তিতে তাকে সমন পাঠান হয়। কিন্তু, জীবনহানির সংশয় প্রকাশ করে তখন হাজিরার জন্য চার সপ্তাহের সময় চেয়েছিলেন নূপুর। ই-মেল মারফৎ সেই সময় চাওয়া হয়েছিল বলে জানা য়ায়া। তবে, এ নিয়ে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এবার নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট জারি করল কলকাতা পুলিশ। দু’বার তলব করার পরও তার হাজিরা এড়ানোর জেরেই এই লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত বলে লালবাজার সূত্রে খবর।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূপুরের বিরুদ্ধে মামলাগুলির তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিরুদ্ধে শুধু কলকাতা পুলিশে নয়, রাজ্যের একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তবে, সেগুলির প্রেক্ষিতে পুলিশকে এখনও তেমন সক্রিয় হতে দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়