শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুন, ২০২৪, ০৯:৪১ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৪, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলায় হুথিরা ক্রমশ অধিকতর সফল হচ্ছে: বিশেষজ্ঞ

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি-আনসারুল্লাহ সেনারা লোহিত সাগর ও এডেন উপসাগরে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাচ্ছিল। এরপর ইসরায়েলের পক্ষ নিয়ে ইয়েমেনে হামলা চালায় ইহুদী দেশটির মূল মদদাতা যুক্তরাষ্ট্র ও দোসর ব্রিটেন। সেই থেকে দেশ দু’টির সামরিক ও বেসামরিক জাহাজও হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা 

[৩] ব্রিটিশ সিকিউরিটি ফার্ম অ্যামব্রের গোয়েন্দা ও ঝুঁকি বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক যোশুয়া হাটচিনশন বলেন, হুথিরা ক্রমশ নিখুঁতভাবে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তিনি বলেন, প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে আরও দেখা যাচ্ছে যে, সরাসরি আঘাত হানার ক্ষেত্রে তারা অধিকতর সফল হচ্ছে।

[৪] লিঙ্কডইনে দেওয়া পোস্টে যোশুয়া হাটচিনশন বলেন, তাদের কতগুলো হামলা প্রায় সফল হয়নি বলে জানানো হয়েছে। তবে হুথিরা তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তগুলোতে হামলা চালানোর ব্যাপারে সম্পূর্ণ অবিচল রয়েছে। 

[৫] গত বৃহস্পতিবার হুথিদের হামলায় পোলান্ডের পরিচালিত ও ইউক্রেনের মালিকানাধীন একটি মালবাহি জাহাজে হুথিরা হামলা চালায়। এতে জাহাজটির ক্ষতি হয়েছে এবং একজন ক্র মারাত্মক আহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড(সেন্টকম) একথা জানানোর পর যোশুয়া হাটচিনশন এ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়