সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি-আনসারুল্লাহ সেনারা লোহিত সাগর ও এডেন উপসাগরে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাচ্ছিল। এরপর ইসরায়েলের পক্ষ নিয়ে ইয়েমেনে হামলা চালায় ইহুদী দেশটির মূল মদদাতা যুক্তরাষ্ট্র ও দোসর ব্রিটেন। সেই থেকে দেশ দু’টির সামরিক ও বেসামরিক জাহাজও হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা
[৩] ব্রিটিশ সিকিউরিটি ফার্ম অ্যামব্রের গোয়েন্দা ও ঝুঁকি বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক যোশুয়া হাটচিনশন বলেন, হুথিরা ক্রমশ নিখুঁতভাবে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। তিনি বলেন, প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে আরও দেখা যাচ্ছে যে, সরাসরি আঘাত হানার ক্ষেত্রে তারা অধিকতর সফল হচ্ছে।
[৪] লিঙ্কডইনে দেওয়া পোস্টে যোশুয়া হাটচিনশন বলেন, তাদের কতগুলো হামলা প্রায় সফল হয়নি বলে জানানো হয়েছে। তবে হুথিরা তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তগুলোতে হামলা চালানোর ব্যাপারে সম্পূর্ণ অবিচল রয়েছে।
[৫] গত বৃহস্পতিবার হুথিদের হামলায় পোলান্ডের পরিচালিত ও ইউক্রেনের মালিকানাধীন একটি মালবাহি জাহাজে হুথিরা হামলা চালায়। এতে জাহাজটির ক্ষতি হয়েছে এবং একজন ক্র মারাত্মক আহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড(সেন্টকম) একথা জানানোর পর যোশুয়া হাটচিনশন এ মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :